Review

"সাপোর্ট খুব ভালো। ক্লাউড হোস্টিং প্যাক বেশ ফাস্ট। আমি এর আগে গোডেডি, নেইমচিপ এবং এইহোস্ট ব্যাবহার করেছি এবং স্টিল নাও করছি। হোস্টনিল এর সার্ভিস আমার ভালো লেগেছে, আমি তাদের সাফল্য কামনা করি।"
Shah Md Iktakhairul
"তাদের সার্ভিস সত্যি-ই অসাধারণ! এছাড়া যেকোনো সময় ইমিডিয়েট রেসপন্স, মার্জিত ব্যবহার; যা আসলেই প্রসংশার দাবীদার। আলহামদুলিল্লাহ, আমি একটি বেস্ট অপশন চুজ করতে পেরেছি। Host Nil এর উপর অনেক কৃতজ্ঞ। "
Obaydul Hasan Nayeem
Developer
"Hostnil এর কাস্টমার সাপোট ও তাদের ব্যবহার সবচেয়ে সুন্দর, আমি মাঝে মাঝে রাত ২-৩ টার দিকে তাদের সাপোট পাই। আমি ও আমার পরিচিত সকল কে এখান থেকে সার্ভিস নেওয়ায় পরামর্শ দিচ্ছি। আমি হোস্ট নিল এর কাছে কৃতজ্ঞ."
Babul Hossen
Developer
"আমি প্রায় ৩মাস ধরে Host Nil এর সার্ভিস ব্যবহার করতেছি। অসাধারণ সার্ভিস। সাপোর্টেও খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়। আমার রেটিংঃ ৫/৫ 🥰"
AR Sharif Uddin Jumman
"কম প্রাইজে খুবই ভালো মানের হোস্টিং। নেমচিপ থেকে হোস্ট নীলে ট্রান্সফার হলাম। ১০০% সেটিসফাইড। ধন্যবাদ হোস্ট নীল"
Mohammad Aminul Islam
Business Man
"অসাধারণ সার্ভিস পাচ্ছি। সাইট ৯৯% আপ রান থাকে।তাদের সিপ্যানেল অর্গানাইজ অনেক স্মুথ। বিশেষ করে তাদের রেস্পন্স সাপোর্ট অনেক ফাস্ট। ধন্যবাদ Host Nil"
MD ABU RAYHAN
"The best service at the best price in Bangladesh, without any doubts. I have bought more than 5 hosting accounts and more than 7 domains. I have been connected with Hostnil for about a year. So, I suggest anyone consider Hostnil for buying their services. NOTE: I'm using Seed B and Seed C packages. Thank you for your services. Wish all the best for next."
Sagor Islam
"আমি প্রায় এক বছর যাবত হোস্ট নীল এর ডোমেইন এবং ক্লাউড হোস্টিং সার্ভিস ব্যবহার করছি। আমি সার্ভিসে খুবই সন্তুষ্ট। আমার সব সাইট খুবই ফাস্ট লোড হয় এবং সব মিলিয়ে এত সাশ্রয়ী মূল্যে এত ভালো সার্ভিস পেয়ে আমি খুব খুশি। ধন্যবাদ হোস্ট নীলকে এত ভালো সার্ভিস দেয়ার জন্য। শুভকামনা।"
Swarna Dev
Developer
আপনারা যদি কেউ হোস্টনিল থেকে হোস্টিং ব্যবহার করে থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের এক্সপেরিয়েন্স গুলো কেমন। বিশ্বাস করেন ভাই আমি আমি তাদের থেকে ২০ জিবি ক্লাউড হোস্টিং নিয়েছি অনেক ভালো পারফরমেন্স এবং দামেও কম পেয়েছি। এবং তাদের সি প্যানেল পার্টনারশিপ ভেরিফাইড। আমি জানি না তাদের ক্লাইন্ট বেজ কত বড়, কিন্তু তাদের সার্ভিস টা আমার ভালো লেগেছে। চাইলে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন।
Monarul Islam
Police
"আমি Host Nil এর উপকারের কথা কখনো ভুলতে পারবো না। 24 ঘন্টা আমাকে সর্বোপরি সাপোর্ট দিয়ে থাকেন। আমার ওয়েবসাইটে প্রায় ছয় লক্ষ রেজিস্টার কৃত মেম্বার আছে। যে কোন বিপদ আপদে তাদেরকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ Host Nil."
Shaikh Sadi
Police inspector
HN6

Our ethos outlines the one goal we strive for—to offer super-fast hosting alongside expert technical support, all at affordable, sustainable prices. We are here for the long term, fostering customer relationships that last a lifetime. We have already hosted more than 95000 websites for happy customers in 20 countries around the globe.

©2019-2024 Host Nil• Corp  LTD. All Rights Reserved.

Untitled design