We are HostNil


According to Islamic law, the company is entirely free from bank loans and interest. All team members are actively associated with the business and shareholders of the company. We provide customer support, and no external person is engaged to provide customer support. Focus on your business and avoid all the web hosting hassles. We Aim for 100% Customer Satisfaction. Our ethos outlines the one goal we strive for - to offer super-fast hosting alongside expert technical support, all at affordable, sustainable prices. Our team is constantly monitoring each server. We continuously check the server performance; if any error occurs, it is resolved immediately. We always support the latest technology. We are updated immediately if the software company releases new updates on software or security.
কোম্পানি সম্পূর্ণ ব্যাংক লোন ও সুদ থেকে মুক্ত এবং ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হয়। সমস্ত টিম মেম্বার ব্যবসার সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং ব্যবসার সেয়ার হোল্ডার। আমরা নিজেরাই কাস্টমার সাপোর্ট দিয়ে থাকি, বাইরের কাউকে সাপোর্টের জন্য নিযুক্ত করা হয়নি। আপনি আপনার ব্যবসায় মনোযোগ দিন এবং ওয়েব হোস্টিং এর ব্যাপারটা আমরা দেখবো। আমরা ১০০% গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষে কাজ করে যাচ্ছি। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের অতি-দ্রুত হোস্টিং অফার করছি। প্রযুক্তি সহায়তার জন্য রয়েছে এক্সপার্ট টিম। আমাদের টিম প্রতিটা সার্ভার সার্বক্ষণিক মনিটরিং করছে। সবসময় সার্ভারের পারফরম্যান্স চেক করা হচ্ছে, কোন ত্রুটি দেখা দিলে তা সাথে সাথে সমাধান করা হচ্ছে। আমরা সবসময় লেটেস্ট টেকনোলজি সাপোর্ট করি। সফটওয়্যারে বা সিকিউরিটিতে নতুন আপডেট আসলে, তা সাথে সাথে আমরা আপডেট করি।